ঢাকা: পরিবারের লোকজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে রাজধানীতে বসবাসকারী লাখো মানুষ।
ট্রেন, বাস, লঞ্চের ছাদে কিংবা ঝুলে ঝুলে সব ক্লান্তি আর ভোগান্তি উপেক্ষা করে জন্মভূমির ঘ্রাণ নিতে ছুটছেন তারা।
![](files/sodorghat01_922454037.jpg)
দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ে যেন জনসমুদ্রে পরিণত হয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল।
অসময়ের বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সদরঘাটে এসেছেন তারা। প্রথমে দেখলে মনে হতে পারে যেন রাজধানীর সব সড়ক গিয়ে মিলেছে সদরঘাটে!
![](files/sodorghat02_242157432.jpg)
বাড়ি ফেরা মানুষের ভিড় সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
বাক্স-পেটরা মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে হেঁটে হেঁটে টার্মিনালের দিকে যাচ্ছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।
![](files/September2015/September22/sodorghat03_391998537.jpg)
টিপ-টিপ বৃষ্টিতে যানবাহনের অপ্রতুলতায় অনেকে ব্যাগ-লাগেজ এক হাতে আর অন্যহাতে শিশু নিয়ে ছুটছেন লঞ্চের উদ্দশ্যে, শেষে লঞ্চে জায়গা যদি না পান!
![](files/sodorghat04_475145959.jpg)
বরিশাল-পটুয়াখালীসহ বিভিন্ন জেলার বাড়ি ফেরত মানুষের চাপে তিল ধারনের ঠাঁই নেই লঞ্চের ডেকেও!
![](files/sodorghat05_957566105.jpg)
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমএ/