ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সদরপুর কলেজ মোড় এলাকার শঙ্কর শীলের সেলুনের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নাজমুল মৃধা (২২) ও ইমান বেপারী (২১)। গ্রেফতারকালে নাজমুল মৃধার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তারা উপজেলার ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এএসআর