ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দাম বেশি হলেও দেশি গরু চায় ক্রেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
দাম বেশি হলেও দেশি গরু চায় ক্রেতারা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইল জেলার বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে দেশি গরুর ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।

ভারতীয় গরুর তুলনায় দেশি গরুর দাম বেশি হলেও দেশি গরুর দিকেই ঝোঁক ক্রেতাদের।

এতে সাধারণ কৃষক ও দেশি গরুর খামারিরা লাভের আশা করছেন।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে মোট ২৬টি পশুর হাট বসেছে। এসব হাটে গরুর পাশাপাশি বিক্রি হচ্ছে ছাগল ও ভেড়া।

নড়াইলের মাইজপাড়া, লোহাগড়া, শিয়েরবর, মাদ্রাসা, কালিয়াসহ বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে, ভারতীয় গরুর তুলনায় দেশি গরুর দাম ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বেশি। তবে সাধারণ ক্রেতারা বেশি দামে হলেও দেশি গরু কিনতে আগ্রহী।

সদরের মহিয়খোলা গ্রামের ক্রেতা মো. সাইফুল ইসলাম জানান, তিনি ৪৩ হাজার টাকায় একটি দেশি গরু কিনেছেন। একই মাপের ভারতীয় গরু কিনলে দাম পড়তো ৩৪/৩৫ হাজার টাকার মতো।

এবার বাজারে দেশি গরু কম থাকায় বিক্রেতারা দাম একটু বেশি নিচ্ছেন বলে তিনি জানান।

এদিকে, ভারতীয় গরু কম থাকায় ও দেশি গরুর দাম বেশি হওয়ায় খুশি কৃষক ও সাধারণ বিক্রেতারা।

তারা বলছেন ভারতীয় গরু না আসলে দেশে আবার ছোট ছোট খামার তৈরি হবে। এর মাধ্যমে সাধারণ কৃষক লাভের মুখ দেখবে।

নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. অমলেন্দু ঘোষ বাংলানিউজকে বলেন, আমরা বিভিন্ন সময়ে দেশি কৃষক ও খামারিদের গরু মোটাতাজা করতে বিভিন্নভাবে সাহায্য করেছি। তারা দামও ভাল পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।