ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগদানের বিষয়টি রাষ্ট্রপতি আবদুল হামিদকে অবহিত করেন।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উদ্যোগের জন্য ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বলেন, এই পুরস্কার বাংলাদেশ এবং বাঙালি জাতির জন্য গর্বের। এটি জলবায়ু দূষণ রোধে মানুষকে উৎসাহ দেবে। এছাড়া ময়মনসিংহকে বিভাগ করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘন্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমইউএম/আইএ