ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দ্বিতীয়বার নতুন নোট নিতে এসে ধরা পড়লেন ১৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
দ্বিতীয়বার নতুন নোট নিতে এসে ধরা পড়লেন ১৫ জন

ঢাকা: এক ব্যক্তির একাধিকবার নতুন টাকা নেওয়া বন্ধ করতে বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ ও ছবি তুলে নতুন নোট বিতরণ করছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এ নতুন নোট বিতরণ কার্যক্রম।



শুরু হওয়া নতুন এ প্রক্রিয়ায় কেউ দ্বিতীয়বার এসে টোকেন নিতে গেলেই ভেসে উঠছে তার ছবি। তাকে আর দেওয়া হচ্ছে না নতুন টাকা। এভাবে দ্বিতীয়বার নোট নিতে গিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ধরা পড়েছেন ১৫জন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলানিউজকে বলেন, সবাইকে নতুন নোট দেওয়া নিশ্চিত করতেই পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক মেশিন চালু করা হয়েছে। এজন্য নতুন একটি সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। ব্যবহার সফল হলে আগামীতে আরও বাড়ানো হবে। এ প্রক্রিয়ায় কেউ দ্বিতীয়বার নতুন নোট নিতে এলেই ধরা পড়বে। কয়েকজন ধরাও পড়েছেন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের এনেক্স ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, নতুন নোট সংগ্রহের জন্য অন্যবারের মতোই মানুষের লম্বা লাইন। কাউন্টারে থাকা ব্যাংক কর্মকর্তারা একটি ওয়েবক্যাম দিয়ে প্রত্যেকের ছবি ও আঙুলের ছাপ নিয়ে একটি নম্বর-সম্বলিত টোকেন দিচ্ছেন।
 
প্রক্রিয়া সম্পন্ন করতে প্রত্যেকের সময় লাগে ২০-২৫ সেকেন্ড। এরপর সামনে থাকা দু’টি এলসিডি মনিটরে কত নম্বর টোকেনধারী কোন কাউন্টারে যাবেন, সেটি ভেসে উঠছে। ১, ২ ও ৩ নম্বর কাউন্টার থেকে প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকার বিপরীতে ২, ৫, ১০ ও ২০ টাকার নোটের একটি করে বান্ডিল দেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।