ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদযাত্রায় রাতে সদরঘাটে মানুষের ঢল

সালাহ উদ্দিন জসিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ঈদযাত্রায় রাতে সদরঘাটে মানুষের ঢল ছবি: রাজীব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অফিস শেষে সন্ধ্যার পর থেকে সদরঘাটে দেখা দেয় ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড়।



দক্ষিণ অঞ্চলে নিজ নিজ গন্তব্যের পথে ছুটেছে মানুষ। ঈদের বাকি এখনও দুইদিন। গরু কিনে কোরবানির প্রস্তুতি নিতে আগ থেকেই বাড়ির পথে যাত্রা তাই সাধারণের।

এদিকে মানুষের বাড়তি চাপের সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে লঞ্চ কর্তৃপক্ষ। এমভি প্রিন্স আওলাদ লঞ্চে গিয়ে দেখা যায়, স্বাভাবিক সময়ে ডাবল কেবিন ১৪০০ টাকা ও সিঙ্গেল কেবিন ৮০০ টাকা হলেও এখন আদায় করা হচ্ছে ২ হাজার ও ১ হাজার টাকা। ডেকে সাধারণ ভাড়া ২০০ হলেও এখন ২৫০ থেকে ৩০০ টাকা আদায় হচ্ছে।

লঞ্চে টিকেটিং ব্যবস্থা চালুর কথা থাকলেও সে ব্যবস্থা কাগজেই রয়ে গেছে। টিকিট কাউন্টার থাকলেও টিকেট বিক্রির কোনো চিত্র দেখা যায়নি।

ঈদে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ, র‌্যাব, নৌ-পুলিশ ও আনসারের সমন্বয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যাত্রীদের সচেতন করতে মাইকে সতর্কবাণী প্রচার, প্রজেক্টরের মাধ্যমে সতর্কতামূলক প্রমাণ্যচিত্র প্রদর্শন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়া বাহাদুর শাহ পার্ক থেকে শুরু করে বিভিন্ন স্পটে পুলিশের নিরাপত্তা বেস্টনি দেখা গেছে। মানুষের চাপে গুলিস্তান থেকে সদরঘাট এলাকায় দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। বাহন না পেয়ে যাত্রীদের পায়ে হেঁটে যেতেও দেখা গেছে।

তাতে কী, এতে তো আর বসে থাকলে হবে না। সব বাধা পেরিয়ে যেতেই হবে  বাড়ি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসইউজে/আইএ

** ঘরমুখো মানুষের ঢল সদরঘাটে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।