নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় একটি স্ক্যারাপ গোডাউনসহ চারটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের কলার আড়ত সংলগ্ন আবদুল কুদ্দুস মিয়ার টিনসেটের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে আবদুল কুদ্দুস মিয়ার টিন সেটের বাসায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। পরে চৌমুহনী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, আগুনে একটি স্ক্যারাপ গোডাউন ও হোটেল শ্রমিকদের তিনটি কক্ষের কাগজ, বৈদ্যুতিক পাখা, চিপস, চানাচুরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
চৌমুহনী দমকল বাহিনীর টিম লিটার আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর/