জামালপুর: জামালপুরে চলন্ত বাসের ধাক্কায় শফিক (২৭) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে শরিফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোশারফ হোসেন ঢালী বাংলানিউজকে জানান, বিকেল ৫টার দিকে শফিক নিজ বাড়ি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহ যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি নান্দিনা এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকামুখী রাজিব পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পার্শ্বে উল্টে যায়।
গুরুতর আহত অবস্থায় শফিককে অপর একটি অটোরিকশায় করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএইচ