ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ৯ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ভোলায় ৯ ব্যবসায়ীর জরিমানা

ভোলা: ভোলা শহরের খাল পাড় ও ঘোষপট্টি এলাকায় অভিযান চালিয়ে নয় ব্যবসায়ীর কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেন এ জরিমানা করেন।



আদালত সূত্র জানায়, বিকেলে খাদ্যে ভেজাল ও মেয়াদ শেষ হওয়া খাবার বিক্রির দায়ে খালপাড় এলাকার হলুদ-মরিচ গুঁড়ি করার কারখানাসহ কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় স্থানীয় ব্যবসায়ী খোকনের কাছ থেকে পাঁচ হাজার, মজিবুরের কাছ থেকে তিন হাজার ও আবুল বাশারের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
একই সময় শহরের ঘোষপট্টি এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে দত্তের কাছ থেকে এক হাজার, সিদ্দিকের কাছ থেকে এক হাজার, আবুল কালামের কাছ থেকে এক হাজার, দিলিপের কাছ থেকে দুই হাজার, অরুনের কাছ থেকে এক হাজার ও অজ্ঞাতনামা আরো এক ব্যবসায়ীর কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী তোফায়েল হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।