ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদে নেত্রকোনায় পুলিশের ব্যাপক নিরাপত্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ঈদে নেত্রকোনায় পুলিশের ব্যাপক নিরাপত্তা জয়দেব চৌধুরী

নেত্রকোনা: ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ।

ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং চোর-ছিনতাইকারী, জাল টাকা সরবরাহকারী ও দালালচক্রের দৌরাত্ম নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মাঠে থাকবে।



এ লক্ষে নিয়মিত পুলিশের পাশাপাশি বিভিন্ন পোশাকে তিন পর্বে মাঠে থাকবে মোট ৯০১ জন পুলিশ সদস্য।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় বাংলানিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী।

তিনি বলেন, শহরের প্রতিটি বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট ও জনসমাগমের স্থানগুলো ইতোমধ্যে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। সার্বক্ষণিক নিরাপত্তা দিতে ওই স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোরবানির পশুর হাট সম্পর্কে তিনি জানান, জেলা শহরে ৬টি স্থায়ী হাটসহ বিভিন্নস্থানে ২৯টি হাট বসেছে। উপজেলা পর্যায় নিয়ে হাটের সংখ্যা মোট ৯৪টি। এসব হাটে ও শহরের মার্কেটগুলোতে জাল টাকা সনাক্তে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
 
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কসহ নেত্রকোনা-কলমাকান্দা, নেত্রকোনা-দুর্গাপুর, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে যাত্রী নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশের বিশেষ টহল।

এসপি আরও জানান, নৌপথে যাতায়াতের ক্ষেত্রে মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী হাওরবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এসপি জয়দেব চৌধুরী বলেন, এছাড়া পুলিশের যেকোনো সহায়তা চেয়ে জেলার বাসিন্দারা ২৪ ঘণ্টা ফোন করতে পারবেন ০১৯১৯৩৭৩৫৩০ নম্বরে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।