বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় ছুরিকাঘাতে মুক্তার হোসেন (৩৫)নামে এক যুবক খুন হয়েছেন।
মুক্তার হোসেন উপজেলার তালোড়া বাজার এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তালোড়া বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়া জানান, মুক্তার হোসেন ও তার দুই বন্ধুর সঙ্গে তালোড়া বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। সেই আড্ডা চলাকালে দুই বন্ধুর মধ্যে একজনের সঙ্গে মুক্তারের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই বন্ধু মুক্তার হোসেনকে ছুরিকাঘাত করে। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
পিসি