ঢাকা: রাজধানীর ভাটারার ১০০ ফুট রাস্তার ১নং ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি ৩ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করা হয়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম মাসুম সিদ্দিকী বাংলানিউজকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১০০ ফুট রাস্তার ১নং ব্রিজের নিচে পানির মধ্য থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের মাথা ও হাঁটুর নিচের অংশ পাওয়া গেছে। লাশটি পুরোপুরি গলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পিসি