ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি

নুরুল আমিন ও শেখ জাহাঙ্গীর আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কঠোর নির্দেশনার পরেও কোরবানির পশু বহনকারী ট্রাকে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন বেপারীরা। থানা পুলিশ, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ এবং স্থানীয় মাস্তানদের চাঁদা দিয়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুর ট্রাকগুলোকে রাজধানীর হাটগুলোতে ঢুকতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।



ব্যবসায়ীদের অভিযোগ, কোরবানির পশু নিয়ে আসার পথে চাঁদা দিয়েও পরিত্রাণ নেই ব্যবসায়ীদের। রাজধানীর অস্থায়ী পশুর হাটে ঢুকে ভালো জায়গা পেতেও গুণতে হচ্ছে বাড়তি অর্থ। আর এসব অর্থ নিচ্ছেন গরুর হাটে দায়িত্বরত স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

তবে গরু ব্যবসায়ীদের কাছ থেকে স্বেচ্ছাসেবীদের টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন পশুর হাট কতৃপক্ষ।

রাস্তায় পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে ও চাঁদাবাজির সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা পেলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গরুর ট্রাক নিয়ে রাজধানীর আফতাবনগরের পশুর হাটে আসেন আব্দুল জলিল বেপারী। তিনি অভিযোগ করে বলেন, এক ট্রাকে ২০টি গরু নিয়ে কুষ্টিয়া থেকে রাজধানীর আফতাবনগরে পশুর হাটে এসেছি। ২০টি গরুতে অন্তত পাঁচ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ এবং মাস্তানদের। গরুর ট্রাক দেখলেই থামিয়ে কাগজপত্র দেখার অজুহাতে চাঁদা দাবি করে তারা।

গাবতলীর হাটে গরু নিয়ে আসা ঝিনাইদহের গরুর বেপারী লতিফ বিশ্বাস বাংলানিউজকে জানান, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা থেকে গাবতলী আসতে ট্রাকের ভাড়া দিতে হয়েছে ১৮ হাজার টাকা। এর বাইরে বিভিন্ন পয়েন্টে চাঁদা দিতে হয়েছে চার হাজার টাকা।

আইজিপির কঠোর নির্দেশনার পরও পশুর ট্রাকে পুলিশের চাঁদাবাজি প্রসঙ্গে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) নজরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তিনি বলেন, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে তারপর বলা যাবে।
 
হাটে দায়িত্বরত স্বেচ্ছাসেবীদের চাঁদা আদায়ের অভিযোগ প্রসঙ্গে উত্তরার সোনারগাও জনপদ সংলগ্ন কোরবানির পশুর হাটের ইজারাদার এস এম জাহিদ জানান, হাটের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরা ব্যবসায়ীদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছেন- এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এনএ/এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।