ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ভবন থেকে খবির হোসেন(৩০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে বিকেলে বনশ্রীর রোড-১, ব্লক-বি ও হাউজ ৩১ এর একটি নির্মাণাধীন ভবন থেকে তিনি পড়ে যান।
খবিরের সহকর্মী তাইজুল বাংলানিউজকে জানান, বিকেলে নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তা কর্মী খবির হোসেন পড়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক( এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, লাশ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এজেডএস/পিসি