পঞ্চগড়: পঞ্চগড়ের বোদায় ট্রাকচাপায় আব্দুল খালেক (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের চন্দনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল খালেক জেলার বোদা উপজেলার অভ্যন্তরে সদ্য বিলুপ্ত বেহুলাডাঙ্গা ছিটমহলের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আব্দুল খালেক একটি পিকআপ ভ্যানে বোদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বোদা-দেবীগঞ্জ মহাসড়কের চন্দনবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির ধাক্কা লাগলে তিনি ছিটকে চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পিসি