ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ছাতকে ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ছাতকে ডাকাত আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকের লক্ষণসোম গ্রামে ডাকাতের হামলায় সেলিম লস্কর (৪০) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় সোহেল আহমদ (২০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

 

আহত ব্যবসায়ীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। আহত ব্যবসায়ী লক্ষণসোম গ্রামের আব্দুর রহিম লস্করের ছেলে।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। ডাকাত সোহেল আহমদ উপজেলার লক্ষণসোম গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জাউয়া বাজার থেকে সেলিম লস্কর বাড়ি ফিরছিলেন। তিনি তার বাড়ির গেটের সামনে যেতেই ৪/৫ জন ডাকাত তাকে মারপিট করে সাড়ে ৭ লাখ টাকা লুটে নেয়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ডাকাত সেলিম আহমদকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। অন্যরা পালিয়ে যান।

জাউয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ডাকাত সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের আটকের জন্য এলাকায় অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।