ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে টর্নেডোয় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
লক্ষ্মীপুরে টর্নেডোয় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামে টর্নেডোয়  ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে, হতাহতের খবর পাওয়া যায়নি।



মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ওই গ্রামে টর্নেডো আঘাত হানে। মাত্র কয়েক মিনিটের এ টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে।

স্থানীয় চর বংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার টর্নেডোর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মেঘনাপাড়ের চর কাছিয়া গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে প্রায় ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। তবে, ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।