ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সহযোগিতার আশ্বাস বিএলডিএ-র

কুড়িল-পূর্বাচল খাল খননে প্রয়োজনে সেনা সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
কুড়িল-পূর্বাচল খাল খননে প্রয়োজনে সেনা সহায়তা

ঢাকা: পাঁচ হাজার ৫৩০ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ‘কুড়িল-পূর্বাচল লিঙ্ক রোডের উভয়পাশে (কুড়িল থেকে বালু নদ পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন’ প্রকল্পের মঙ্গলবার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের সব টাকাই জিওবি থেকে ব্যয় করা হবে।



একনেক সূত্র জানায়, কুড়িল-পূর্বাচল লিঙ্ক রোডের উভয়পাশে ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় এ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এ সময় সেনাবাহিনীর সহায়তায় এ প্রকল্প বাস্তবায়নের কথা বলেন তিনি।

এদিকে, এ খাল খনন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সব প্রকার সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোস্তফা কামাল মহীউদ্দীন। তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। ’

এছাড়া একনেকে ৮ হাজার ৮২৫ কোটি ২ লাখ টাকার মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। এর ব্যয় ২ হাজার ৯৩১ কোটি ৩৬ লাখ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। এর ব্যয় ৩৫ কোটি ৯২ লাখ টাকা। সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্প। এর ব্যয় ৮০ কোটি ১৩ লাখ টাকা।

নরসিংদীর শিবপুর উপজেলায় শিবপুর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প। এর ব্যয় ৪৪ কোটি ৪২ লাখ টাকা। সর্বশেষ অনুমোদিত প্রকল্পটি হচ্ছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়। এর ব্যয় ২০৩ কোটি ৬ লাখ টাকা।

এদিকে ‘কুড়িল-পূর্বাচল লিঙ্ক রোডের উভয় পাশে ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়ন করতে নৌবাহিনী ও পুলিশের প্রকল্পসহ বিদেশি বিনিয়োগের পাঁচ তারকা হোটেল হায়াত রিজেন্সিসহ আরও ৩০ হাজার মানুষের জমি অধিগ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।