ঢাকা (সাভার): ধামরাইয়ের বালিথায় রাইজিং গ্রুপের নির্মাণাধীন ভবনের দুইতলার ছাদ ধসে দুজন নিহত হয়েছেন। এছাড়াও ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত ১৫ জন আহত হন।
নিহতরা হলেন, শামসুল ইসলাম (৩৫) ও দেলোয়ার হোসেন সুজন (২৫)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ধামরাই, আশুলিয়া ও সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বাংলানিউজকে জানান, ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভেতরে কয়েকজন আটকা পড়েছে বলে জানতে পেরেছি।
এ ঘটনায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম জানান, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের ২০ হাজার এবং আহতদের ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এছাড়াও কোম্পানির পক্ষ থেকে নিহতদের দুই লাখ টাকা এবং আহতদের পঁচিশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫/ আপডেট: ১৩০৪ ঘণ্টা
এইচএন/এমজেএফ