সুনামগঞ্জে: সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে কাভার্ড ভ্যান চাপায় এক নারীসহ সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ওই সড়কের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত চারজনের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। এরা হলেন, সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলায় ভুজনা গ্রামের মনু মিয়ার ছেলে মহিবুর রহমান (৩৫) ও একই জেলার জামালগঞ্জ উপজেলার হরি (৩৯)। বাকি দু’জনের নামপরিচয় এখনও জানা যায়নি।
ওসি আশেক সুজা মামুন জানান, ছাতক থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।
সকাল সোয়া ১০টার দিকে নিহতদের মরদেহ ছাতক থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫/আপডেট: ১১১৪ ঘণ্টা
এমজেএফ/এসএইচ/আরএইচ