ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদের ছুটি শুরু হতে না হতেই সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও রয়েছেন।



বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সুনামগঞ্জে ৪, চট্টগ্রামে ৩, টাঙ্গাইল ২, বরগুনায় ২, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ও গাজীপুরে ১ জন নিহত হয়েছেন।

বাংলানিউজের সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চৌধুরী জানিয়েছেন, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদ এলাকায় কাভার্ড ভ্যান চাপায় নারীসহ সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

এরা হলেন-মুহিবুর রহমান (৩৫), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভোজনা গ্রামের মনো মিয়ার ছেলে ও বিমানবাহিনীর এলএসসি, জলি রানী দাস (৩৫) জেলার জগন্নাথপুরের জগদীশ দাসের স্ত্রী, হরিপদ দাস (৩৯) জামালগঞ্জের গঙ্গাধরপুর গ্রামের মৃত জয়চরন দাসের ছেলে ও মতিলাল চক্রবর্তী সুনামগঞ্জের নৌকাখালী গ্রামের মৃত লক্ষীলাল চক্রবর্তীর ছেলে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সিলেট থেকে ছাতকগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।

বরগুনা প্রতিনিধি সুমন সিকদার জানিয়েছেন, বরগুনার আমতলী-পটুয়াখলী সড়কে চুনাখালী এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উজ্জল কুমার সহদেব (২৪) ও মোটরসাইকেল আরোহী মনির সিকদার (৩২)। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজনকে পটুয়াখালী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে টাঙ্গাইল প্রতিনিধি সুমন রায় জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বাংলালানিউজকে জানান, সকালে ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওই লেগুনাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই লেগুনার ৫ যাত্রী আহত।

আহতদের মধ্যে ৫ জনকে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হলে ২ জনকে মৃত ঘোষণা করেন দায়িত্বর চিকিৎসক।

চট্টগ্রাম ব্যুরো অফিস জানিয়েছে, নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন।

নিহতরা হলেন-নোয়াখালী জেলার রামগতি থানার আজিজ বেপারির ছেলে মোহাম্মদ নাঈম (২০)। কুমিল্লা মুরাদনগর  এলাকার সুন্দর আলীন ছেলে জয়নাল ও লক্ষ্মীপুর কমলনগর এলাকার মোহাম্মদ মিজান।

আহতরা হলেন- রূপালি ব্যাংক আগ্রাবাদ শাখার কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন (৩০), হালিশহর এলাকার ইব্রাহিম খলিল (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর (২৫), নুর মোহাম্মদ (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর ১০ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পু, দু’টি রিকসা ও পথচারীদের চাপা দেয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ  (চমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল নামে আরো ১ জনের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হূদয় জানিয়েছে, ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) চাল আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাসের চাপায় ৩ নারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ এলাকায় এনা পরিবহনের একটি বাসের চাপায় তাদের মৃত্যু হয়। এ সময় আহত হয় বাসের ১০ যাত্রী।

নিহতরা হলেন, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাছির মিয়ার স্ত্রী শামসুন্নাহার (৪০), একই গ্রামের আব্দুল জালালের স্ত্রী আজিজা বেগম (৪৫) ও পাশের মহলদার গ্রামের মতি মিয়ার স্ত্রী আফিয়া বেগম (৪৫)।

সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ‌ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম এই সংবাদদাতাকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫/আপডেটেড ১৩৫০/আপডেট: ১৬২৫ ঘণ্টা
এসএইচ/ এমএ / এসআই/এসআর/আরএ

** ত্রাণের চাল আনতে গিয়ে বাসপাচায় ৩ নারী নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।