রাজশাহী: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় মহানগরীর শালবাগানের ৩৭ ব্যাটালিয়নের সদর দফতরে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ ঘটনা ঘটে। তবে দমকল বাহিনী যাওয়ার আগেই বিজিবি সদস্যরা আগুন নিভিয়ে ফেলায় এ ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি।
রাজশাহী দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, সকালে বিদ্যুতের বোর্ডে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিদ্যুতের বোর্ড ও নিচে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ পুড়ে গিয়ে ৮ থেকে ১০ হাজার টাকার ক্ষতি হয়।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দক্ষ বিজিবি সদস্যরাই আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসএস/এএসআর