ঢাকা: ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে মানিকগঞ্জের তরা পর্যন্ত বিভিন্ন স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা থেকে চরম ভোগান্তি পোহাচ্ছে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ।
মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে বসেছে গরুর হাট। গরু কিনে ফেরা মানুষের কারণে সড়ক পথে এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে যাত্রী ও যানবাহন চালকরা জানিয়েছে।
গাবতলী থেকে সহজে বের হতে পারছেনা কোনো গাড়ি। এতে যানজট সৃষ্টি হয়েছে শ্যামলী ও কল্যাণপুরেও। গুলিস্তান থেকে মহাখালী ও ফার্মগেট থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত রয়েছে যানবাহনের তীব্র চাপ।
বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট শামীম খান জানান, পায়ে হাঁটার গতিতে চলছে সব ধরনের যানবাহন। সড়কের পাশে গরুর হাট বসায় হেমায়েতপুর, সাভার, নবীনগর, ধামরাই ও মানিকগঞ্জের তরা সেতু পর্যন্ত আটকা পড়েছে যানবাহন।
এ কারণে গাবতলী থেকে নির্ধারিত সময়ের আড়াই থেকে তিন ঘণ্টা পরে ছেড়ে যাচ্ছে প্রতিটি গাড়ি। যানজটের কারণে আমিন বাজার ব্রিজ পার হয়ে হাঁটা শুরু করেছে অনেকেই।
শামীম খান কথা বলেছেন ঈগল পরিবহনের সুপারভাইজার লিটুর সঙ্গে। লিটু জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে পাটুরিয়া থেকে রওয়ানা হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসেছেন হেমায়েতপুর পর্যন্ত।
মিরপুর ১০ নম্বর থেকে সিনিয়র করেসপন্ডেন্ট মহিউদ্দিন মাহমুদ জানান, ফার্মগেট থেকে আগারগাঁও তালতলা দিয়ে তিনি বাসায় পৌঁছেছেন তিন ঘণ্টা পরে।
স্পেশাল করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম জানান, শ্যামলী থেকে দেড় ঘণ্টায় গাবতলীর মাজার রোডের কাছে পৌঁছেছেন তিনি।
মহাখালী থেকে স্পেশাল করেসপন্ডেন্ট আদিত্য আরাফাত জানান, ধোলাইরপাড় থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত যেতে তার সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা।
এ পর্যন্ত আসতে তাকে দয়াগঞ্জ, গুলিস্তান, প্রেসক্লাব, মৎস্য ভবন ও এলিফ্যান্ট রোডে ব্যাপক যানজটে পড়তে হয়েছে।
এদিকে, যানজটের কারণে ঘরমুখো মানুষদের নিয়ে নির্ধারিত সময়ে কোনো গাড়ি ছাড়তে পারছেনা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর: ২৩, ২০১৫
এসই/এমজেড