ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার ট্রেনে গুলি ছোড়ার মামলায় খালাসপ্রাপ্ত বিএনপিকর্মীর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
শেখ হাসিনার ট্রেনে গুলি ছোড়ার মামলায় খালাসপ্রাপ্ত বিএনপিকর্মীর মৃত্যু আজাদ হোসেন খোকন

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেনে গুলি ছোড়ার মামলার সদ্য খালাসপ্রাপ্ত বিএনপিকর্মী আজাদ হোসেন খোকন (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঈশ্বরদী শহরের কাচারীপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

পরে পিয়ারাখালী জান্নাতুল আমান কবরস্থানে দাফন করা হবে।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌর শহরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।  

খোকন ঈশ্বরদী শহরের ২ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া মহল্লার পিয়ার আলী মণ্ডলের ছেলে। তিনি শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।  

গত ৫ ফেব্রুয়ারি এ মামলার ৪৭ নেতা-কর্মীর সঙ্গে খোকনও খালাস পান। তার আগে পাঁচ বছর কারাভোগ করে গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।  

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাকারিয়া পিন্টু বাংলানিউজকে জানান, খোকন তৃণমূল বিএনপির বেশ সাহসী ও নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা অনেক মর্মাহত! আমরা একটা ত্যাগী কর্মী হারালাম। শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মিথ্যা মামলায় পাঁচবছর কারাভোগ করেন। এ মামলা থেকে আমিসহ ৪৭ নেতা-কর্মী পাঁচ ফেব্রুয়ারি খালাস পেয়েছিলাম।   

খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।