ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাস উল্টে নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ফেনীতে বাস উল্টে নিহত ১, আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরো ১০ জন আহত হয়েছেন।



বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কসকা এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম (২৮) গাইবান্ধা জেলার গোবিন্দপুর উপজেলার বাসিন্দা।

আহতদের নাম জানা যায়নি। তবে, তারা সবাই গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের সার্জেন্ট জয়নাল আবদীন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী বাসটি কসকা এলাকায় পুরাতন রাস্তা থেকে চার লেনের নতুন রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।