চাঁদপুর: অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি জল তরঙ্গ নামে একটি লঞ্চ কর্তৃপক্ষকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর ঘাটে পৌঁছালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল রাশেদ এ জরিমানা করেন।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে চাঁদপুর নৌ-টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। রাত ১২টার দিকে এমভি জল তরঙ্গ লঞ্চটি চাঁদপুর ঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে উপস্থিত হয়। এতে নৌ-পরিবহন আইন লঙ্ঘনের দায়ে লঞ্চ কর্তৃপক্ষকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে, রাত সোয়া ১২টার দিকে লঞ্চটি বরিশালের উদ্দেশে চাঁদপুর ঘাট ছেড়ে গেছে বলে জানান বন্দর ও পরিবহন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এমজেড