ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে চার যুবককে একটি শটগান ও চার রাউন্ড গুলিসহ আটক করেছে স্থানীয়রা। পরে, তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের আদালত পাড়ায় এ ঘটনা ঘটে। পরে, সন্ধ্যায় যুবকদের পুলিশে সোপর্দ করা হয়।
আটকরা হলেন- গাজীপুরের টঙ্গীর নাছির উদ্দিন (২২), জনি ভূঁইয়া (২১), সোহেল রানা (২০) ও মামুন মিয়া (২৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নবীনগর সদরের আদালত পাড়ার এক স্কুলছাত্রীকে অপহরণ করতে দুপুরে তার বাড়িতে হামলা চালান যুবকরা। এ সময় এক রাউন্ড ফাঁকা গুলি করেন তারা। এ সময় স্থানীয়রা একত্রিত হয়ে তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বাংলানিউজকে জানান, আটক চার যুবকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এমজেড