ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাড়ি এলেই পাবেন!

শাহেদ ইরশাদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
গাড়ি এলেই পাবেন! ছবি: ফাইল ফটো

গাবতলী (ঢাকা): হাজারো যাত্রী। কেউ  কাউন্টারের ভিতরে আবার কেউ বাইরে।

তিন-চার ঘণ্টা ধরে বসে আছেন বাসের অপেক্ষায়। বাস কখন আসবে কখন ছাড়বে -নির্দিষ্ট কোনো সময় বলছে না বাস কর্তৃপক্ষ।
 
সরেজমিনে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গাবতলীর বিভিন্ন বাস কাউন্টার ঘুরে এ অবস্থা দেখা গেছে।

ঘটনাস্থল গাবতলীর কোর্টবাড়ী এলাকার ডিপজল পরিবহনের বাস কাউন্টার। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশে এসেছেন ডিপজল পরিবহনের কাউন্টারে।
 
রাত ৮টার দিকে ডিপজল পরিবহনের কাউন্টারে আসেন সৈয়দপুরের রফিকুল ইসলাম। রাত ১১টা পর্যন্ত বেশ কয়েকবার ম্যানেজারের কাছে গাড়ির অবস্থান ও আসার সময় জানতে চেয়েছেন। উত্তর মিলেছে ‘গাড়ি এলেই পাবেন। ’
 
শুধু রফিকুল ইসলাম একা নন। কাউন্টারে অপেক্ষমান যাত্রীদের০ অধিকাংশই ম্যানেজারের কাছে গিয়ে বলছেন, গাড়ি কখন আসবে, কখন ছাড়বে। কোথায় আছে। আসতে কতক্ষণ লাগবে।
 
এসব প্রশ্নের একটি মাত্র উত্তর ম্যানেজারের কাছ থেকে -‘গাড়ি এলেই পাবেন। ’

প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হয়ে যাত্রীদের দু’একজন বাইরে বের হতে চাইছেন। আর তাতেও সায় দিচ্ছেন না ম্যানেজার।  
 
ম্যানেজারের এ ধরনের উত্তরে দ্বিধাদ্বন্দ্বে যাত্রীরা। কারণ -দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত যদি গাড়ি এসে চলে যায়। চরম বিরক্তির পরও বাইরে যেতে পারছেন না যাত্রীরা। না থেকেই বসে আছেন কাউন্টারে।
 
যাত্রীদের নানা রকম প্রশ্নের একই উত্তর কেন দিচ্ছেন? জানতে চাইলে তিনি এ প্রতিবেদককেও বলেন ‘গাড়ি এলেই পাবেন। ’
 
মহাসড়কে যানজটের কারণে কোনো যানবাহনই নির্ধারিত সময়ে রাজধানীর কাউন্টারগুলোতে পৌঁছাতে ও ছাড়তে পারছে না। এ কারণে যাত্রীরা পূর্বের নির্ধারিত সময়ে কাউন্টারে গিয়ে অপেক্ষা করছেন। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে পড়ছেন সীমাহীন ভোগান্তিতে।
 
বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর: ২৪, ২০১৫
এসই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।