ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ফেনসিডিলসহ ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
সিলেটে ফেনসিডিলসহ ২ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট সীমান্তে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তবর্তী জকিগঞ্জ লক্ষ্মীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর মিত্রিমহল গ্রামের আহম্মদ আলীর ছেলে জালাল আহম্মেদ (১৬) ও একই এলাকার মকবুল আলীর ছেলে মোতালেব মিয়া (১৭)।

৪১ বিজিবি ব্যাটালিয়নের লক্ষ্মীবাজার বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজিজুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়।

ফেনসিডিলসহ আটক যুবকদের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিওপি কমান্ডার।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫  
এনইউ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।