ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: সড়ক দুর্ঘটনায় বিকল হওয়া ট্রাক-বাস সরিয়ে না নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এক লেনে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল অব্যাহত আছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মির্জাপুর উপজেলার পাকুল্যায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দু’টি বিকল হয়ে যায়।  

রাত সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়ি দু’টি সরিয়ে ফেলা হয়নি। এতে মহাসড়কের একটি লেন বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। যা ক্রমেই দীর্ঘ হয়ে বর্তমানে ৬০ কিলোমিটারে পৌঁছেছে।

রাত সোয়া ৪টার দিকে ঢাকাগামী এসআর পরিবহনের চালক আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, পৌনে দুই ঘণ্টা ধরে একই স্থানে রয়েছে তার গাড়ি। যানজটে পড়ে এতক্ষণ তিনি ঘুমিয়েছেন।

গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, মির্জাপুর উপজেলার পাকুল্যায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৬/৭ জন আহত হয়। যানবাহন দু’টি রাস্তায় বিকল হয়ে রয়েছে। এখনও উদ্ধার করা হয়নি। এতে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।