ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ইয়াবাসহ ৩ মাদকসেবী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
চাঁদপুরে ইয়াবাসহ ৩ মাদকসেবী আটক

চাঁদপুর: চাঁদপুরে ২৫ পিস ইয়াবাসহ তিন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের পুরান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- পুরান বাজার এলাকার মেরকাটিজ রোডের মিজি বাড়ির নুরু মিজির ছেলে বাচ্চু মিজি, পার্শ্ববর্তী বৌ-বাজার এলাকার হাসান আলী খানের ছেলে বিল্লাল হোসেন খান এবং পূর্ব জাফরাবাদ গ্রামের শহীদ মিজির ছেলে শামীম মিজি।

পুলিশ জানায়, রাতে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ বাচ্চু মিজির ঘর থেকে তিনজনকে আটক করে। বাচ্চু মিজি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, আটক মাদকসেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।