ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণে পশুর হাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণে পশুর হাট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পশুর হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত ও সার্বক্ষণিক পর্যবেক্ষণে পর্যাপ্ত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 
হাটগুলোতে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়ন থাকলেও নিবিড় পর্যবেক্ষণের জন্য এবার এ পদক্ষেপ গ্রহণ করেছে ডিএমপি।


 
রাজধানীর বেশ কয়েকটি পশুরহাট ঘুরে দেখা গেছে, হাটের প্রতিটি হাসিল ঘরের সামনে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। হাটের যে স্থানে ট্রাক থেকে গরু নামানো (আনলোড) হচ্ছে সেখানে একাধিক ক্যামেরা রয়েছে। এছাড়া হাটের কিছু গুরুত্বপূর্ণ স্থানেও রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। হাটে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম থেকে এসব ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
রাজধানীর উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদের অস্থায়ী কোরবানির পশুরহাট পরিদর্শনকালে ডিএমপি’র উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা বাংলানিউজকে বলেন, পশুর হাটের কোথাও কোনো সমস্যা ও অপরাধ সংগঠিত হচ্ছে কিনা, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পুরো হাট জুড়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।
 
তিনি বলেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন একাধিক পুলিশ সদস্য। কোনো ঝামেল বা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে সেখানে দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে। উত্তরার এ হাটে মোট ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রয়েছে ২টি ওয়াচ টাওয়ার।
 
যে কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় তৎপর
রয়েছেন বলেও জানান তিনি।
 
খিলক্ষেত বনরূপা অস্থায়ী পশুরহাটের দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা ড. মৃনাল কুমার দত্ত বাংলানিউজকে বলেন, নিরাপত্তার স্বার্থে পুরো হাট এলাকায় মোট ১৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা হাটের প্রতিটি স্থান খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে দেখছি, যাতে হাটের ভেতরে অপত্তিকর কিছু না ঘটতে পারে।
 
এভাবে রাজধানরীর প্রতিটি পশুরহাটে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এগুলো নিয়ন্ত্রণের জন্য ৩ থেকে ৫ জন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সবগুলো হাটেই রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।   
 
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এনএ/এসজেএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।