বগুড়া: বগুড়ায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সেক্ষেত্রে একই সময়ে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে (বড় মসজিদ) ঈদের এই প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বগুড়া পৌরসভার উদ্যোগে বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাজসজ্জা ও প্রবেশ পথে তোরণ নির্মাণসহ যাবতীয় কাজ প্রায় শেষ হয়েছে। নামাজের জন্য প্রস্তুত করতে শহরের অন্য মাঠগুলোতে কাজ চলছে পুরোদমে।
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), পৌরসভার মেয়র, জেলা প্রশাসনের উচ্চ পদস্থসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ নানাশ্রেণি পেশার মানুষ অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়াও সর্বস্তরের মুসল্লি ঈদের এই প্রধান জামাতে অংশ নেবেন।
এদিকে ঈদুল আজহার নামাজ শহরের বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমবিএইচ/বিএস