ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

এক স্থানেই ৫ ঘণ্টা

গাবতলী থেকে কালিয়াকৈর পর্যন্ত অচল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
গাবতলী থেকে কালিয়াকৈর পর্যন্ত অচল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রংপুরগামী বাসে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় উঠার কথা ছিল বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্টস সেরাজুল ইসলাম সিরাজের। কিন্তু যাত্রা শুরুর আগেই ৩ ঘণ্টা হাওয়া।

যানজটে ঠেলে ডিপজল পরিবহনের বাসটি গাবতলী টার্মিনালে এসে পৌঁছায় রাত ১টায়। রংপুরের উদ্দেশ্যে রওনা হয় রাত দেড়টায়।
 
এর সাড়ে ৭ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখার সময় তাকে বহনকারী বাসটি সাভারের জিরানী বাজারে অবস্থান করছিল। বাসটি টানা ৫ ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে আছে বলে টেলিফোনে জানান তিনি।

এদিকে, বাংলানিউজের টাঙ্গাইল করেসপন্ডেন্ট জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর নামক স্থানে একটি বাস ও গোড়াইলে পশুবাহী একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় ভোর ৬টা থেকে যানজট সৃষ্টি হয়।
 
এর আগেই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাসের চাপে গাবতলী থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত সৃষ্টি হয় ভয়ঙ্কর যানজট।
 
সকাল সাড়ে ৯টা নাগাদ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও ঢাকা-আশুলিয়া মহাসড়কের যানজট একত্রিত হয়ে ভয়‍াভহ রূপ নেয়।  
 
সাভারের জিরানী বাজারে আটকে পড়া বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্টস জানান, ৬০/৭০ কিলোমিটার দীর্ঘ এ যানজটে আটকে পড়া হাজার হাজার পরিবহনের লাখ লাখ যাত্রী অবর্ণনীয় দুর্ভোগে মধ্যে পড়েছেন।
 
বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন। সব মিলিয়ে মানবিক বির্পযয় তৈরি হওয়ার আশঙ্কা প্রবল।  
 
সরেজমিনে পরিদর্শন করে সিরাজ জানান, এক স্থানে ৫/৬ ঘণ্টা বাস আটকে থাকায় ভেতরে ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠেছেন যাত্রীরা। খাবার পানির অভাব ও টয়েলেটের ব্যবস্থা না থাকায় আটকে পড়া লাখ-লাখ যাত্রীর ঈদানন্দ দুঃসহ যন্ত্রণায় পরিণত হয়েছে।
 
এদিকে মধ্য রাত থেকে যানজট সৃষ্টি হলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ ব্যাপারে স্থানীয় সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে জানান ভুক্তভোগীরা।
 
দুর্ভোগে পড়া যাত্রীরা বলছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দু’দিন আগে বলেছেন, মহাসড়কে যানজট নেই, পশুবাহী গাড়ির চাপে বাস ধীরে চলছে-এখন উনি এসে দেখে যান, যানজট আছে কী, নাই।
 
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এজেড/জেডএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।