বরগুনা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার বিভিন্ন উপজেলার ১০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরগুনা পৌর শহরের আমতলা, সদর উপজেলার পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।
বেতাগী উপজেলার বকুলতলীতে সকাল সোয়া ৯টায় স্থানীয় চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। পরে মুসুল্লিরা পশু কোরবানি করেন।
বকুলতলী গ্রামের চেয়ারম্যান বাড়ির গোলাম সরোয়ার আহসান বাংলানিউজকে জানান, তারা হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থি। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে একইদিনে ঈদ উদযাপন করেন।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসআর