ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ঝিনাইদহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ঝিনাইদহ: ঝিনাইদহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে উজির আলী হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।



ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার বাংলানিউজকে জানান, ঝিনাইদহের প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আরিফুল ইসলাম। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মোবারক হোসেন।

আবহাওয়া অনুকূলে থাকলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদসহ স্ব স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া এ দুই ঈদ জামাতের সঙ্গে মিল রেখে অন্যান্য ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়:১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।