ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

ষ্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ফরিদপুরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলার পুলিয়ার সড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত‍ঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন, জেলার ভাঙ্গা উপজেলার নুরু শেখ (২৮), গোপালগঞ্জের মুকসুদপুরের মো. আজগর (৩০) ও জামাল শেখ (২৮), মাদারীপুরের মোশারফ খলিফা (৪৫) এবং মাগুরার শ্রীপুরের জিল্লুর রহমান (৩৫)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করে।

তিনি জানান, আটককৃতরা আন্ত‍ঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
বিএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।