নেত্রকোনা: নেত্রকোনার মদনে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় দেওয়ান সিয়াম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে সিয়াম উপজেলার কোর্টবিল্ডিং সড়কে একটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এ সময় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এএটি/পিসি