ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে ধর্ষককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
ধুনটে ধর্ষককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় হাফিজুর রহমান (৩০) নামে এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার ছাতিয়ানী বাজার এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে।



হাফিজুর ওই এলাকার আজিবর রহমানের ছেলে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হাফিজুর রহমান পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে গত ১৩ জুলাই রাতে প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণ করে।

এ ঘটনায় গত ২১ জুলাই ওই গৃহবধূর বাবা বাদী হয়ে হাফিজুর রহমানের নামে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে, ঘটনার পর থেকেই হাফিজুর রহমান পলাতক ছিলেন। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে এলে হাফিজুরকে দেখে গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপার্দ করে।

পরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাফিজুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি পঞ্চনন্দ সরকার।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।