মাগুরা: চাঁদা দাবির অভিযোগে মাগুরায় অচিন্ত মণ্ডল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।
অচিন্ত মণ্ডল শালিখা উপজেলার বরইচারা গ্রামের দিনবন্ধু মণ্ডলের ছেলে ও মাগুরা হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, একটি মেয়ের সঙ্গে অচিন্তর বন্ধত্ব ছিল। এ সুযোগে অচিন্ত ফটোশপের মাধ্যমে ওই মেয়েটির ছবির পাশে নগ্ন ছবি সংযুক্ত করে সেটি তাকে দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। পরে মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে দুপুরে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ম্যাসেজে ব্যবহৃত বিকাশ নম্বরের সেট ও সিম জব্দ করা হয়েছে। যুবকের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এএটি/পিসি