ঢাকা: ঈদ-উল আজহার দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক কি দু’পশলা বৃষ্টি হবে রাজধানীতে। যদিও ওইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা ৩০ শতাংশের বেশি নয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশজুড়ে ২৫ থেকে ৩৫ মিলিমিটার এবং বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৫ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তা কমে ৫ মিলিমিটারে নামে।
ঈদের পরদিন শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হালকা বৃষ্টির পর পরবর্তী তিনদিন আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। এরপর ৩০ সেপ্টেম্বর ফের হালকা বৃষ্টি শুরু হয়ে অক্টোবরের প্রথম দু’তিনদিন পর্যন্ত চলতে পারে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
জেডএস/জেডএম/এএসআর