ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

চিকিৎসক কম হলেও ঝামেলাহীন সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
চিকিৎসক কম হলেও ঝামেলাহীন সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম হলেও চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সেবা পেতে উল্লেখযোগ্য সমস্যা বা ভোগান্তির চিত্র চোখে পড়েনি।

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির প্রথম দিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী স্যার সলিমুল্লাহ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রোগীদের তেমন ভিড়ও দেখা যায়নি।

দুই একজন রোগী যারা চিকিৎসা নিতে এসেছেন তারা জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়েছেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই।
 
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন ছাদ থেকে পড়ে কোমরে আঘাত পাওয়া এক বৃদ্ধ। নাম আলী মিয়া। হাসপাতালে এসেই জরুরি বিভাগের টিকিট নিয়ে সরাসরি চিকিৎসকের রুমে প্রবেশ করেন। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সহদেব রাজবংশী ওই বৃদ্ধকে দেখেশুনে ব্যবস্থাপত্র লিখে দেন।

এরকম আরও কয়েকজন রোগী আসেন চিকিৎসার জন্য। তারা টিকিট কেটে চিকিৎসকের রুমে প্রবেশ করেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেরেন।
 
জানা যায়, বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিন বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগেই সব ধরনের চিকিৎসা পাওয়া যাবে। এছাড়া শনিবার থেকেই আবার চালু হবে বহির্বিভাগ।
 
দায়িত্বরত চিকিৎসক সহদেব রাজবংশী বাংলানিউজকে বলেন, ঢাকা তো প্রায় ফাঁকাই হয়ে গিয়েছে। তাই রোগী, চিকিৎসক দুইটাই তুলনামূলক কম। তবে চিকিৎসক যে কয়জন আছেন তা ঢাকায় থাকা জনসাধারণের তুলনায় যথেষ্ট। আশা করছি বড় কোনো বিপদ না হলে নিয়মিত রোগীদের সেবা পেতে সমস্যা হবে না।
 
এদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েও দেখা যায় রোগীরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই।
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘন্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এইচআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।