দিনাজপুর: দিনাজপুরের বিরলের মাধবমাটি গ্রামে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হলো- বিরল উপজেলা সদর ইউনিয়নের বাবু হোসেনের ছেলে ফাহিম (৮) ও একই এলাকার মোকসেদ চালকের ছেলে লিয়ন রানা (৭)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনা ঘটে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বাংলানিউজকে জানান, ফাহিম ও লিয়ন শাপলা ফুল তোলার জন্য পুকুরে নামলে পানিতে ডুবে মারা যায়। পরে সন্ধ্যায় পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এএটি/পিসি