ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আব্দুল্লাহ আল মামুন।
ঈদ জামাতের আগে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুস্তাকিম বিল্লাহ ফারুকী। এ সময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।
জামাতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এনামুল আরিফ সুমন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহাম্মেদ নামাজ আদায় করেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে সকাল ৮ টায়, পুলিশ লাইনস জামে মসজিদে সকাল ৮টায়, শহরের পুরাতন ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকার মার্কাস মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমএ/