বরগুনা: বরগুনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় সার্কিট হাউজ ঈদগাহ ময়দানে হাফেজ মুফতি মো. জাহিদুল ইসলামের পরিচালনায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. রুস্তম আলী, জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ এবং রাজনৈতিক, সামাজিক, পেশাজীবীসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজে অংশ নেন।
এরপর সকাল সোয়া ৮টায় আবুল হোসেন ঈদগাহ মাঠে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত।
পাশাপাশি সকাল ৮টায় বরগুনা পুলিশ লাইন মাঠে এবং সকাল ৯টায় বরগুনা কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে বরগুনার পাঁচটি উপজেলার মধ্যে আমতলী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে সকাল ৮টায়, পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে সকাল সাড়ে ৭টায়, বামনা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে সকাল ৭টায়, বেতাগী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়, বেতাগী ঐতিহ্যবাহী বিবি চিনি শাহী মসজিদ প্রাঙ্গণে ৮টায় ও সকাল ৮টায় তালতলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এটি