ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: ঈদুল আজহা উপলক্ষে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা ও ৯টায় ষাটগম্বুজ মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হয়।



এ জামাতে অংশ নেন দেশি-বিদেশি পর্যটকরাসহ দূর-দূরান্ত থেকে আসা প্রায় ৩০ হাজার মুসল্লি।

বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ জামাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতিসহ বাগেরহাট ও পাশের জেলা থেকে আসা সাধারণ মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া সকাল ৭ থেকে সোয়া ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে শহরের বড় কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।