ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পশু কোরবানির সময় আহত ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
রাজধানীতে পশু কোরবানির সময় আহত ২৫ ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী, লালবাগ, ধানমন্ডি, জিগাতলা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানির সময় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোরবানির সময় রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।



ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীতে কোরবানির পশু জবাইয়ের সময় আহত হয়ে এ পর্যন্ত ২৫জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

যাত্রাবাড়ী থেকে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবুল কালাম (৫০) বাংলানিউজকে বলেন, প্রতিবেশীর গরু কোরবানির সময় হঠাৎ নড়েচড়ে উঠে পশুটি। এ সময় জবাইকারী হুজুরের ছুরি আমার হাতে লাগে, এতে হাতের অনেকটা অংশ কেটে যায়।

জবাইয়ের সময় গরুর লাথিতে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন লালবাগের মনির হোসেন।

হাতে জখম নিয়ে চিকিৎসা নিতে এসেছেন বরকত আলী।

মিরপুর থেকে আসা বরকত আলী জানান, নিজেদের গরু কোরবারি দেওয়ার পর চামড়া আলগা করার সময় ছুরি হাতে লাগে। এতে হাত কেটে যায়।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএজেএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।