সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের ১৬টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এখানে নামাজ আদায় করেন, হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর মিসবাহ ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া জেলার শীর্ষ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা এ জামাতে অংশ নেন। জামাতে নামাজ পড়ান সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নূর হোসাইন।
একই সময়ে হাছননগর জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন, প্রবীণ আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যামিরেটাস সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার।
এদিকে, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শহরের হাছননগর ঈদগাহ, ষোলঘর বড় মসিজিদ প্রাঙ্গণ, আপ্তাব নগর ঈদগাহ ময়দানে ও পুলিশ লাইন জামে মসজিদ, আরপিননগর ঈদগাহ ময়দান, লক্ষণশ্রী ঈদগাহ ময়দান (তেঘরিয়া), পাঠানবাড়ি ঈদগাহ ময়দান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ঈদগাহ ময়দান, মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান, বড়পাড়া ঈদগাহ ময়দান, মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ ময়দান, কালীপুর হাছনবখত জামে মসজিদের মাঠ বনানীপাড়া, আলীপাড় ও ষোলঘর কলোনি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এসআর