মাগুরা: মাগুরা সদর উপজেলার দোড়ামথনা গ্রাম থেকে মিলন শেখ (৩২) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ওই গ্রামের একটি মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, কৃষক মিলন শেখ রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ির দিকে রওয়ানা দেন। কিন্তু রাতে তিনি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
সকালে গ্রামের একটি মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এসআর