ফরিদপুর: দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলায় অবস্থিত আটরশির বিশ্ব জাকের মঞ্জিল ময়দান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল দশটায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসুল্লিরা এখানে এসে উপস্থিত হন।
৬৮ বছরের ঐতিহ্যবাহী এ মহা জামাতে দেশ-বিদেশের কয়েক লাখ মুসলমান শরিক হন।
বিশ্ব ওলি হযরত শাহ্সূফি খাজাবাবা ফরিদপুরীর আধ্যাত্মিক উত্তরাধিকার পীরজাদা খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদি ও পীরজাদা খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি এ জামাতে নামাজ আদায় করেন। এর আগে বিশ্ব ওলি হযরত শাহ্সূফি খাজাবাবা ফরিদপুরীর পবিত্র রওজা শরিফ জেয়ারত করা হয়।
জামাত শেষে মিনায় নিহত হাজীদের আত্মার মাগফেরাত এবং সুখী, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সর্বোপরি বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে পশু কোরবানি শুরু হয়। মিনার আদলে তিন দিনব্যাপী পশু কোরবানি হবে এখানে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২৯১৫
এএসআর